চারপাশে গাছপালা
খোলা ময়দান
ঝরা পাতা পড়ে পড়ে
সাজে রূপবান
আম আছে জাম আছে
আছে বেলতলা
কাঁঠালের গাছ তুমি
খুঁজে পাবে মেলা,
বাঁশঝোপ আছে ছোট
খুব তার রূপ
বর্ষার কালে তার রূপ বাড়ে খুব।
সম্মুখে পরিপাটি ফুলের বাগান
শান বাঁধা কিছু বেডে
চলে জলপান,
মৌসুমী ফুল ফলে গাছে গাছে সাড়া
সুঘ্রাণে চারিদিক
হয় মাতোয়ারা
আকাশ ছুঁতে কিছু
গাছ চায়
পাখি বাসা বাঁধে তার
সবুজ শাখায়।
ছেলে মেয়ে ঝরা পাতা আর ফুল তোলে
কতশত খেলাতে শিশুমন ভোলে।
বাড়িগুলো বড় ছোট
নতুন, পুরোনো
গাড়ি গুলো মাঠে আর শেডে থামানো
ছেলে মেয়ে খেলে কত নানান খেলা
বড় মাঠে দলবলে
জুড়ে দেয় মেলা,
সোনামনি খেলে সুখে
রঙিন রাইড
বড় কেউ সাথে থাকে
হয়ে তার গাইড।
সুধীজন বাস করে
এই নিরজনে
সুখে দুখে পাশে থাকে সব পরিজনে।