চোখের জল আর মনের অনল
গহীন সকল কালোর দখল
সরিয়ে রেখে দূরে,
বরণ করো নতুন বছর সবাই সমাদরে।
যা পাইনি, যা হারালো ,হোক সকলি শিক্ষণীয়,
পাওয়ার খাতায় যা জমেছে হোক সকলি বরণীয়।
প্রভু তোমার অপার কৃপায় নিভিয়ে দিয়ো মনের অনল
সরিয়ে দিয়ো দুঃখ, ব্যথার সকল গরল,
শক্তি দিয়ো প্রভু তুমি হয় যেন সব সহজ সরল,
পায় যেন মন সুধার তরল।
এলো দিগন্তে নতুন রবি
আঁকতে চাই এক নতুন ছবি,
সবার মনে জাগুক হর্ষ
হোক মঙ্গল নববর্ষ।