সময়টা ভীষণ একপেশে
গন্তব্য জড়ানো নাগপাশে
দীর্ঘশ্বাস লুকানো বুকের মাঝে
আখিপল্লব জলে আছে ভিজে।
উষ্ণতার খোঁজে অন্ধ হৃদয়
আবেগগুলি করছে সঞ্চয়
কোনদিন হলে বসন্তের জয়
ঠিক হবে জানি সব নয়ছয়।
সময়টা ভীষণ রকম বিষন্ন
রোদ্দুরের অভাবে খুব বিপন্ন
কুয়াশায় মন ও মনন আচ্ছন্ন
হতকড়া প্রহরগুলি খুব অবসন্ন।
ঝর্ণার চঞ্চল দিন আসবে কবে?
হাতকড়া ভেঙে মন আবার উড়বে,
বসন্ত হাওয়ায় সব বুঝি ঠিক হবে,
এই অপেক্ষায় এখন বসতি ভবে।