সবুজ পাহাড়, গুল্ম লতা
বিশাল নীল আকাশ
লিখছে দেখ পঙ্ক্তিমালা
গড়তে অবকাশ।

বলবো কথা আশ মিটিয়ে
পাহাড়মালার দেশে
বন্ধু তুমি অবাক হবে
আমার এমন বেশে।

জমাট থাকে মনের কথা
ইট পাথরের চাপে
পাহাড়, সবুজ অচিন লতা
গল্প শেখায় চুপে।

পাহাড় ডাকে হাত বাড়িয়ে
অনেক দিনের পর
স্বপ্ন শত দিল ছড়িয়ে
আমার হৃদয়ভর।

মেঘ সরিয়ে সূর্য হাসে
দূর আকাশের গায়
পাহাড় চূড়ায় বসে আমি
ছুঁয়ে দিব তায়।

পুরানো দিনের পাহাড় স্মৃতি
আজকে আমায় ডাকে
পাহাড় গড়ে অমর কৃতি
মনের বাঁকে বাঁকে।