আনন্দে বরণ করে নিবো আছি অপেক্ষায়, কোন অশুভ ক্ষণে রাত্রির প্রাণী ডেকে কিশোরীর প্রিয় নতুন জামা ছেঁড়ার অনুভূতি দেয়,
ভোর আসে, আজান শুনে তিষ্ঠতা পাই, পাখিদের শোরগোল সেও আসে কানে হাসপাতালের করিডোরে,
কত ক্রোশ যেন পার হতে হয় দেখতে ক্লিষ্ট চাঁদ,
কত রবির অনলে পোড়ে মন শুনে কাতর ধ্বনি।
কত চিরকুট দৃশ্য মনে জাগে, জাগে হাহাকার,
তবু ফুলে আর সবুজে ভরা প্রাঙ্গণ বলে তোমায় দরকার।
শেষ হয়ে আসে দিন, রক্তিম আকাশ চোখ রাঙায়,
অশনি ভর করে মনে, দয়াময় রব দাও ফিরিয়ে জননীরে।