ছড়ানো সুখ, কুড়ানো মায়া
মেঘ ভেবে ভাবি নামবে দেয়া,
দিনশেষে ভাবি এই উপহার
রাতের কালো লুকাবে আমার।
ছোট ছোট সুখে ডাকে সব বাঁকে
অজানা অদেখা পথে মোর থাকে।
অমলিন তার অপরূপ রূপ
স্বপ্ন বপনে সাজায় এ বুক।
তুমি যদি আসো মোর টানে
একই সজ্জায় সাজবো দুজনে।