অকারণ আনমনা মন
ভুলে সকালবেলার পণ
আঁধার ঘেরা কালো গগণ
মায়াবী শশী হারালো কখন?
মেহেদীর আলপনা, মেঘছবিতে জল্পনা
ভেসে গেল, কেনো বললো না?
গান থামালো চন্দনা ,
দোষী নই, আমি আনমনা।
ভবঘুরে কারিগর
মুঠোতে স্মৃতির কঙ্কর
ভরা ভাদরে পৌষের দিবাকর
আনমনা মন আজ চৌপর।
নগরের কোলাহল চলছে অবিরল
কোথাও নেই পাখিদের দল
আনমনে করি আমি আলাপন
শুনতে চাও আমাদের কথোপকথন?