আজকে চলো অবকাশে
মত্ত আবেগে ভাব প্রকাশে
ওম ছড়ানো এক আবেশে
ভাবের চাদর নতুন করে বুনি
গাঁথি স্বপ্ন জরির গাঁথুনি।
আজকে চলো দূর আকাশের
ঝিকিমিকি সব তারার দেশের
ঠিকানা খুঁজি কল্পনাতে
সাজিয়ে দিই আলপনাতে।
আজকে চলো হাত বাড়িয়ে
শূণ্য সকল মনের আঙন
জোছনা সুখে দেই ভরিয়ে
আজকে চলো মনটা ছুঁয়ে
সারিয়ে তুলি সকল ভাঙন
একটুখানি নাও জড়িয়ে।
আমার তুমি সহায় হয়ো
তোমার সহায় আমি,
জীবন ধারার প্রান্তে চলো
একই ধারায় বহি।
টইটুম্বুর ধারা কমার কভু নয়
এমন আশায় চলবো মোরা
জয় করে সব ভয়,
এমন লয়ে চলবো মোরা
থাকবেনাতো ক্ষয় ।