রঙে সেজে ভোরে বলে শুভ হোক সকাল
দুপুরের হাওয়ায় তোলে কবিতার পাল
জীবনানন্দ হয়ে ছুঁয়ে যায় মন
বিকালে ছড়ায় কিছু মিঠে মিঠে ক্ষণ
সাঁঝ কালে শশী এলে
বৈঠক বসে
ঝিরিঝিরি হাওয়া এলে
মিঠে ভাবে হাসে
নিশুতি রাতে তার অপরূপ রূপ
দেখে কবি হয়ে যায় একদম চুপ।
শীষ দিয়ে বলে যায় হয়ে গেল ভোর
আলোয় ডুবে যেতে খুলে দাও দোর
সারাদিন কলতানে মুখরিত থাকে
দিনমান কাজে তাই
সুর এসে লাগে
বেলায় বেলায় জানায় সময়ের তাল
রবি যেই তুলে ফেলে ঘরে ফেরা পাল
বলে দেয় আমাকে বাঁধো মায়া জাল
একসাথে সংসারে গুটিসুটি মেরে
তাল লয়ে বাস করো নিজ নিজ ঘরে
পাখির নীড়ের মত হোক সুখে বাস
পাখিদল সারাদিন তাই করে চাষ।
এভাবেই ফুল পাখি আমাতে মেশে
রাতদিন সব যামে পাই আশেপাশে
ফুল পাখি একসাথে দল যায় গড়ে
সেই দলে যোগ দিতে বাঁধা নাই ওরে
ফুল পাখি এক হয়ে বাগিচায় সাজে
মন মত নীড় তুমি খুঁজে পাবে তাতে।