ডালি সাজিয়ে প্রতি ভোরে
রূপ বিলিয়ে অকাতরে
বাঁধে নিবিড় ডোরে
আমার আমি গড়ে
প্রভু কৃপা করে।
প্রতিদিন পান করি মধু ফুলবনে
প্রতিদিন ফুল গুঁজে সাজি আনমনে
সুবাসে বুক ভরে শ্বাস নেই টেনে
মন তাই ধেয়ে চলে প্রভু তোমা পানে।
জমিয়ে রেখে কথা বলি বাগানে
ফুলকলি সাড়া দেয় দুলে তালে তালে
পাতাগুলো, ডালগুলো সঙ্গত করে
প্রভু তব বন্দনা করি সেই ক্ষণে।