নিপীড়িতের কান্না আজি অবিরত
অসুর মনে গড়ুক ভীষণ গভীর ক্ষত,
মুক্তি থাকুক মুখ ফিরিয়ে অসুর থেকে
চিরস্থায়ী ব্যাধি বাধুক অসুর বুকে।
ডাক পাঠাবো প্রবল ঢেউয়ের শক্তি নিয়ে
ডাক পাঠাবো গিরিশৃঙ্গের বাঁধ গড়িয়ে
যুদ্ধ হবে অনাচারের মূল হঠিয়ে
দেশ বিদেশে যেথায় পাবো আজ অসুরে
আগুন হয়ে আজকে তাদের ফেলবো ঘিরে।
বজ্রপাতে পুড়ুক আজি সব অনাচার
শিশু হত্যার বিচার হবে এই সমাচার
দিকে দিকে ধ্বনিত হবে আজ প্রতিক্ষণ
মহারণে আজকে জাগুক সব সুধীজন।
লুটেরা আজ হোক সকলে কারা ঘেরা
বক্ষভেদি কান্না থাকুক বুকজোড়া
জীবন প্রদীপ নিভিয়ে দিল নিজ হাতে
নেকড়ে ওরা, ক্ষমা নেই তাই কোনো মতে,
অশরীরী প্রলয় নাচুক খুনির মনে
অমানিশা লেগে থাকুক খুনির দিনে,
যুদ্ধ হবে মনে মনে প্রত্যেকটি দিন
যুদ্ধ হবে, যুদ্ধ হবে, বাজাও তেমন বীন।