ফুলের মুকুল ঝরে গেছে
স্বপ্ন সকল হোল মিছে
ছুটবোনা আর তারি পিছে।
কান্নাগুলো ঝরাবো না আর
বানাবো তাকে মুক্তোর হার
নাও ভিরাবো এবার কিনার।
হাল ধরেছি,পাল তুলেছি
এক চিলতে আশায়
সুখ ফিরবে,নাও ভিরবে,
এবার সবুজ ডাঙায়।
অভিজ্ঞতার আলোক আছে
আছে বুকে বল
পরোয়ারদিগার সহায় হলে
মিঠে হবে ফল।
কঠিন হিসাব সহজ হবে
মিলবে যোগ বিয়োগ
ভুলের মাশুল মিটিয়ে দিবার
আসবে যে সুযোগ।