রাস্তায় অবরোধ, মারামারি
মিছিল, মিটিং, কাড়াকাড়ি
ফোনকলটা বডড মিস করি।
নতুন পোশাক, নতুন সাজে
আয়না দেখলে বুকে বাজে
মিস করি ঐ চোখের ঝিলিক
বুকে উঠে ব্যাথার চিরিক।
এখন আমি স্বাবলম্বী
হাতটা ছাড়াই চলতে পারি
ডানে বাঁয়ে তবু তাকাই
ছায়ার মত পাশেই পাই,
সাবধানে মা চলবি পথে,
গতিশীল সব ভীষণ রথে
খোদার নাম রাখবি ঠোঁটে।
ঈদ আসে আজো ঘরে
খুশি আনে হৃদয় ভরে
তবু চোখের এক কোণে
বিন্দু কণা চিকচিক করে
তোমায় ভীষণ মনে পরে
বাবা আমার হৃদয় জুড়ে ।