যে বিহ্বলতায় ডুবি পুনঃ পুনঃ
আকাশের নাগাল পাই নব নব
অধরা সুরে আজ গায় এই ভব
সব আবেগের উৎস তুমি প্রিয়।
যে রং ছড়ালো আজ কুসুম
মাতাল সুবাসের এইযে প্রসূন
মাতোয়ারা ভ্রমরের গুনগুন
নিঝুম প্রহরের সব নিঝুম ধুন,
সকলি তোমার জুলাই থেকে জুন।
উপচানো ঢেউসম গেলে মোরে ডাকি
কভু মনে জেগে উঠে সুখ নামের পাখি।
কভু মনে মেঘসম জলরাশি আনো
খর রোদে ঝরে পড়ে জলকণা যতো।
কভু জাগে ফিক ফিক হাসির ফোয়ারা
শিলালিপির জমাট ব্যাথা সুখে মাতোয়ারা।
রঙিন প্রজাপতি পাখা মেলে উড়ে
পলকে পলকে তার সুখ পরে ঝরে
ভিড় ঠেলে শহুরে পথে কেন মিছে মরো
প্রজাপতির পিছু পিছু ছুটে চলি চলো।
বহুবর্ষী হিজল গাছের শাখে
সন্ধ্যেবেলায় শতেক পাখি ফেরে,
সাথী হয়ে পাখিদের বহু যুগ ধরে
শ্রান্ত দুজন নীড়ে ফিরবো কূজন করে,
স্বপ্ন বিভোর কাজল দুটি চোখে
হৃদকমলের কল্প ছবি যাবো আমি একেঁ।