আমি ভিষণ বুদ্ধি রাখি,
ফাইজার থেকে আড়াল হয়ে থাকি,
দেখছো না কি আমার কত কাজ?
এদের দেখলে পেতে পারি হয়তো কিছু লাজ,
তাতে কি আর সোনায় মোরা আমি,
সুখের বিলাস ছেড়ে দিয়ে নোনা জলে নামি? আমায় দেখে শিখতে পারো তোমরা কিছু আজ,
সুখের ঘরে কেন তোমরা হানছো আজি বাজ?
পুড়েছে বুঝি তোমার নিকটজন?
আহা এতো খুব কষ্টের, বড় অঘটন,
দেখবো আমি তোমার জন্য করতে পারি কি,
কয়েক লাখ টাকা তোমায় এনে দেবো কি?
এতেই হবে স্বপ্ন পূরণ
শিশু ফাইজা, আরো কজন
চলবে আজীবন
কি বলো? চলবে না আজীবন?
পিতার শোক, পুত্র শোক,
ঝলসানো অঙ্গ, পঙ্গু রোগ
এমন অনেক ঘটে,
তাতেই কিছু পকেট খালি আমার গেল ঘটে।
যাহোক তবু দায় সেরেছে, সুখি আমি বটে‌