ভালো লাগছেনা কিছু আজি
ফুলের রূপ আর মৌমাছি।
মেঘলা আকাশ, শীতল বাতাস
আনছে মনে কেবল হুতাশ
রৌদ্র তাপে পুড়ুক এমন
পুড়ুক সকল তিক্ত কথন,
সূর্য জাগো প্রবল তাপে
মেঘ উড়িয়ে খুব প্রতাপে
দাও উড়িয়ে রুগ্ন প্রাণ
তার পরেতে আসুক বান,
জুড়াক তখন এই উঠান।
পোড়া মাটিতে পলি জমুক
নতুন সবুজ শাখায় ভরুক,
ঝরা পাপড়ি সাজাক মোরে
শান্ত কোন শীতল ভোরে,
দগ্ধ স্মৃতি বিস্মৃত হবে
কুহু কুজনে মিষ্টি রবে
ধরায় আবার সাঁঝ নামবে।