তড়িৎ বেগে চলো তুমি
তড়িৎ জ্ঞানের কৌশলি
একটু সময় জিরিয়ে নিয়ে
আলতো ছুঁয়ে অঙ্গুলি
গতি তোমার মন্থর করে
ঘুরবে মনের অলিগলি?
ইলেকট্রনের সকল হিসাব
একটু থামাও যদি
ওহম হওয়া ছেড়ে দিয়ে
বিভব হবো আমি।
মন মোমেরই আলো জ্বেলে
নিভিয়ে তড়িৎ বাতি
কাটুক নাহয় আজকে মোদের
মিষ্টি মধুর রাতি।

****তড়িৎ প্রকৌশলী জীবনসঙ্গীকে নিয়ে লেখা