ঈদ আসলো, হাওয়ায় উড়ছে শুভেচ্ছা,
কবি তুমি পালিয়ে কেন?
কেন এমন ইচ্ছা?
কবি বলেন বয়স হলো
চোখের জ্যোতি প্রায় ফুরালো
তবু সাম্যের ঈদ দেখিনি
তবু ভাবার্থে আজো গাইনি,
আশাহীন কথা না যেন বলি,
তাই দুকদম পিছিয়ে চলি,
বাদল মাদল ঈদের দিনে
চুপটি করে ঘরের কোণে
মেঘে ভেসে স্মৃতির হানা
বাদল বাতাসে মেলে ডানা
ঝাঁপি খুলে তাই শৈশব ডাকি
পুরাতন স্মৃতি বসেছে জাঁকি,
পুরাতন ঈদের পত্র শুভেচ্ছা
হাসি এঁকে মনের মেটায় বাঞ্ছা
বন্ধু ভেবো না পথ হারাই নি
চলো তবে তাল মিলিয়ে বলি
ঈদ মোবারক আর খুশির বুলি।