শাওয়াল এর ঐ চাঁদ উঠেছে
ঈদ এসেছে ভাই
বিভেদ যত ভুলে গিয়ে
আনন্দে মাতি তাই।
যদিও ধরায় রাহুর বাস
জাগায় মনে ভিষণ ত্রাস
কোলাকুলি তে এসেছে হ্রাস,
তবুও ভাই উঠেছে চাঁদ
ভোল যত শোক সংবাদ
সকল শঙ্কা, সকল বিষাদ
পিছনে ফেলো সব অবসাদ
জানাও সবাই কে মোবারকবাদ।
দেখে ঐ বাঁকা চাঁদের আলো
শোকাতুর প্রাণ শক্তি পেলো
অশ্রু সজল চোখ মুছে ফেলো
আলোয় ভরো সব নিকষ কালো।
চলো গাঁথি এক বিনি সুতার হার
হৃদয় রাগের উষ্ণ তার
অনুপম সে অতি চমৎকার
হটাবে দুঃখ যত অন্ধকার
ঈদ শুভেচ্ছা জানাই অনিবার।