হাল ছেড়োনা, হাল ছেড়োনা যেতে হবে দূরে
যতই বাধা বিঘ্ন আসুক চলতে হবে জোরে
দম নিয়ে নাও এক চিলতে স্বপ্ন বুনে চোখে
সেই আবেশে চলতে থাকো দুশ্চিন্তা রেখে।
কেউ টানবে পেছনে তোমায়, কেউ ভাঙবে মন
কখনো আবার পিছলে পড়ে ভুলবে তোমার পণ
এর নামটাই চলা বন্ধু, একেই করো জয়
হাল ছেড়োনা, হাল ছেড়োনা, তুচ্ছ করো ভয়।
অস্তমিত রবি আবার পুব দিগন্তে পাবে
ঘন কালো আঁধার জয় হবে নিশচয় হবে
এক টুকরো স্বপ্ন সেতো অনেক বেশি দামি
অম্লজানের তুল্য সেতো, হারাতে চাও তুমি?
হাল ছেড়োনা, হাল ছেড়োনা কদম বাড়াও সামলে
নিপিড়ীত জন ডাকছে তোমায় চলবে না ভাই থামলে
ঐ শোন ঐ আযান আজও ডাকছে মিনার থেকে
তেমন করেই ডাক পাঠালাম আজ কাব্য লেখে।