সন্ধ্যাটুকু মুঠোয় পুরে
রাত্রি নিলাম ডেকে,
সাঁঝ আকাশের আলো
জ্বালিয়ে হৃদয় পটে,
মন গহীনের শত কথা
নীরব ভাষায় লিখবো,
কেমন তুমি বুঝতে পারো
যাচাই আমি করবো।
চাঁদের ডাকে জোয়ার আসে
সিক্ত ছোঁয়ায় বালুতট হাসে
নিগূঢ় তারি সকল কারণ,
হিসেব নিকাশ সমীকরণ,
তোমার সকল জানা আছে,
হয়না ভুল তার সমীক্ষাতে,
আজকে বল অংক ভুলে
হৃদয় ছোঁয়া কথন দিয়ে
কেমন করে জোয়ার আসে
আমার মনের কেন্দ্রস্থলে
তোমার কন্ঠস্বরে,
বলো অকপটে,
অপেক্ষায় যে আছি বসে।