পূবালী বাতাসের বাদাম
পায়না খুঁজে আমার এ ধাম
হোয়াটসঅ্যাপে চলে অবিরাম
সাজে না তাতে মনের এ্যালবাম,
শিশুকালের কুহু কুহু প্রাণ
ফিরে পেতে মন করে আনচান,
খুকি মোর গেহের সোনারই চাঁন
বলে না বাবা, বলে না আমায় জান।
খুকিকে সাজাতো কখনো টিচার
কখনো চ্যানেল নিউজ রিডার
কখনো মানব সেবার বৈদ্য,
প্রকৌশলী সাজিয়ে লিখতো পদ্য।
এখনো তো সাজি কতো মনোহর
দুঃখের সাগরে হই নিশাচর
তোমার যখন পাই না খবর,
চুমুতে সাজে না এই মুখ মোর।
হিসাব জানে না বাবার আদর
এর থেকে কিছু দামি নেই চরাচর
মনে তে ছড়ানো বাবার আছর
মলিন হয়নি স্মৃতির কোনো প্রহর।