ছুঁয়ে দিব টলটলে জল
গলবে পাহাড় যা ছিল অটল।
ছুঁয়ে যাবে শান্ত সমীরণ
হরিণীর মত চঞ্চল হবে চরণ।
আঁচল ছড়াবো সবুজ ঘাসে
হৃদয় আকাশে মেঘেরা ভাসে।
কাঁচের চুড়ির টুংটাং রব
মিশবে তাতে ঝরনার কলরব।
চোখের তারায় রঙধনু জাগে
হাসির ধারায় ফুল ঝরে বাগে।
এলোমেলো এলোকেশ
হাতছানি দিবে হতে নিরুদ্দেশ।