ক্ষ্যাপা মন আজ শোন দিয়ে কিছু ক্ষণ
বিভেদ ছড়ানোর কি প্রয়োজন?
ক্ষণকাল তিষ্ঠে দেখো বাছাধন
ক্ষণিকের এ ধরায়
কেন বিভাজন?
তুচ্ছ করে দেখো হিংসার ডাক
দেখা দিবে তখুনি
পায়রার ঝাঁক।
রেগে যেয়ে পরাস্ত হয় অভাজন
ভালোবাসা করি চল আজ বিতরণ।
ফাঁদ পেতে রেখে দেখ ইবলিশ হাসে
সেই ফাঁদে পা দেওয়া বল কি সাজে?
উন্মোচিত কর তব দুনয়ন
অনুনয়ন করি বলি ছাড়ো বিভাজন,
আজানের ধ্বনি শুনে এসো কল্যাণে
বড় হয়ে উঠি চল জ্ঞানে সম্মানে।