চিড় ধরেছে ভাবনা বাঁশির সুরগুলোয়
সেই চিড়েতে আকাশ  খুঁজে রাতগুলোয়
তারার সাথে কথা বুনি
তারার আলোয় পথ চিনি।

সেই চিড়েতে ভোরের আলোয় পাহাড় চূড়া
নতুন সীমায় দিচ্ছে নতুন রুপে ধরা
রঙিন আলোর মুকুট পড়ে পাহাড় চূড়া
দিকে দিকে পরছে দেখো নব সাড়া।

এমন রুপের রবির আলো এক চিলতে
স্বপ্ন ছবি এঁকে চলে মন ঝিলেতে
বারেবারে শুনি আমি সেই আবাহন
মন মুকুলের হচ্ছে তাতে আজ জাগরণ।

ভাবনা বাঁশির চিড়ের গোপন বেদন কথায়
রোদন করে দূরের গগন গহীন ব্যাথায়
সাথী করে পেয়ে তোমায় আজ গগন
মগন আমি ভাবছি তোমায় খুব আপন।

নতুন সীমায় দেখতে পেয়ে নতুন রূপ
অঢেল ধারায় গরব তারি বইছে খুব
সীমাহীন তার রূপ ব্যাপ্তি
ক্ষতি নেই তাই, সব প্রাপ্তি,
যা কিছু ঘটে এই ভবেতে সত্যি বটে
সবার তরে সকল কিছু ভালোই ঘটে।

অভিযাত্রিক-২০২৪