তপ্ত রোদ স্তব্ধ করে
হিম হেমন্ত হিমে ভরে
হিমেল হাওয়া ছোটায়
শিউলি ফুল ঝরায়,
কুয়াশা চাদর মাখায় আদর
গুমোট গরম স্মৃতির ভাদর
বিদায় দিয়ে করছে কাতর
আসন্ন শীতের আমেজ,
পিঠা, পুলির রসাবেশ
সর্ষেফুলের বাংলাদেশ।
কুয়াশা ভেদে মিষ্টি রোদে
মেঠো আলের গাঁয়ের পথে
বন্ধু চলো হাতটি ছুঁয়ে ঘুরি,
স্বপ্ন সুখের আবেগগুলি
মন দিয়ে সব নিও তখন পড়ি।