মন বসে না কোন কাজে
লিখার খাতা শূণ্য থাকে
শূন্য মাথা, বুকের মাঝ
শূন্য ভীষণ চারিপাশ।
ভেজা নয়ন সকাল সাঁঝে
পড়ার খাতা যাচ্ছে ভিজে
বান ডেকেছে চোখের আশপাশ
আজ আকাশের মেঘে ঘটছে সর্বনাশ।
খড়কুটোর সহায় যাচ্ছি খুঁজে
ক্লান্ত দুচোখ মরীচিকার ফাঁদে
চোখের জল বইছে বারোমাস
প্রখর রবির আলো ও দেয় না আশ।
মুক্তো নেই তো চোখের জল সেচে
দুঃখ আমি বেচবো কোন সে দেশে?
বুঝে নিও নিরবতার প্রকাশ
বন্ধু তুমি থেকো আমার পাশ।
কষ্ট পেয়ো না আমার গল্প শুনে
স্বপ্ন দিও মধুর কথায় বুনে,
সুখ দুঃখের পালায় করি না হা হুতাশ
কাব্য করে টানি আমি দুঃখের রাশ।