আজ যে উঠবে চাঁদ
সেতো করে লুটপাট
কিশোরী মেয়ে নতুন প্রেমে,
চঞ্চলতা বাঁধা যাবেনা ফ্রেমে,
চাঁদনী ভাঙবে বাবার প্রহরা
হারবে রাজার সিপাহীরা
রাজকন্যার হৃদয় লুটেছে
এই অভিযোগ কে শুনবে?
সন্ন্যাসী লোভী চাঁদ
পাতবে আজ ফাঁদ,
সাধের সংসার ছন্নছাড়া
ঘরহারা হতে করবে ইশারা
মায়ার বাঁধন, শতেক কথন
পরাস্ত সব, ঐ চাঁদেই মরণ।
তবু কবি আজ উঠবে মেতে
ন্যায়বিচার পারবে করতে?
কোথাও নেইকো পূর্ণিমা শাসন
শিল্পী শোনায় চাঁদের ভাষণ
চাঁদেই সাজায় আরাধ্য আসন।