গত গ্রীষ্মের তীব্র দাবদাহে
পোড়েনি বহিরাবরণ,
সবুজের সমারোহে তারা
ছিল অসাধারণ,
তবু অকস্মাৎ এক দাবানল
কাঠকয়লাসম পোড়ালো মন,
কেউ জানেনি, উঠেনি ধোঁয়া
নেই অভিযোগ সবই মোর পাওয়া,
তবে লিখছি কেন প্রশ্ন কর?
তীব্রতা যদি কমে, আশা এমনতর।