ঐযে দূরের চাঁদনী রাতের তারা করছে ইশারা
আজকে পেলাম ছোট্ট বেলার রঙিন ঝরা তারা,
আগলে রেখো, সামলে রেখো ভুলিয়ে রেখো গানে,
ফুলের সনে, দখিন হাওয়ায় জড়িয়ে রেখো মনে।
সাগর পাড়ের ফেনিল ঢেউ আছড়ে পড়ে তটে,
নোনাজল তার মিশলো যেন আমার চোখের জলে
হারানো দিনের রঙিন সখি আসলো আজি ফিরে
চোখের জল বাধা মানেনি অঝোর ধারায় ঝরে।
মিনার হতে আসলো ভেসে আযান আমার কানে,
শুকরিয়াতে মগ্ন হৃদয় আমার উঠলো আজি ভিজে,
ভালো থাকুক সখি আমার সকাল দুপুর সাঝেঁ।