হিম হিম হেমন্ত রাতে
বনের ধারের আঁধার
হাতছানি দেয়
ফিসফিসিয়ে কথা বলে,
দূরের কোন বিজলী বাতি
উঁকি দিয়ে খোঁজে রহস্য,
শুকনো পাতার মরমর শব্দে
তাকে আঁধার করে জব্দ।
সাড়া দেবে কি দেবেনা
বলে কাঁদে কোন অশরীরী,
অপেক্ষায় আছে সে এক শতাব্দী।
মনে রহস্য করছে আবাদ
এর বুৎপত্তি খুঁজতে মরিয়া
কবি আর লেখক সমাজ,
সম্মোহনের বাঁশি শুনেও
এখনো আছি দূরে,
গণনা করো ক্ষণ
সম্মোহনে সাড়া দিব বিলক্ষণ।