গুরু গুরু মেঘ কেন ডাকো
নদীর পারে ঐ যে সাঁকো
সেথায় তুমি ছবি আঁকো,
আমি বেঁধেছি এলোকেশ
ঘরের কাজে মেতেছি বেশ
কাজের আমার নেইতো শেষ।
সজল মেঘের কাজল দিয়ে
সেজে অপরূপ মেঘের মেয়ে
আকাশ নীড়ে উঠলো গেয়ে,
মনের বাঁধে ধরলো চিড়
আবেগ শত করলো ভিড়
দৌড়ে ছুটি নদীর তীর।
মেঘের কণা হীরার মতন
দ্যুতি ছড়ানো ছাড়ো এখন
ফিরতে হবে নিজ আঙিনা
মোহে ভুলেছি আমার ঠিকানা,
দখিনা হাওয়া বিদায় নিবে
উত্তরী হাওয়া বইবে ভবে
আর বেঁধো না আমায় তবে।