বন্ধু তোরা কোথায় আছিস আয় না একটু বসি
চোখের জলটা আজ বড্ড করছে মাতামাতি
ঢেউ উঠেছে মন গভীরে শান্ত কর না আজ
চোখের জলে আলো পড়ে গড়ছে তোদের সাজ।
নাম ধরে মন ডাকছে তোদের শুনতে তোরা পাস?
মনের জমিন ভূকম্পে করছে এপাশ ওপাশ।
বাতের ব্যথা, হাঁটুর ব্যথা আরো অনেক ব্যথা
বয়স হলো এমনতো তাই সবার হবার কথা
তারচাইতেও কাবু হলাম তোদের স্মৃতি হাতড়ে
মনে আছে কি গান শুনতাম সবাই মিলে রাত্রে?
জীবন পথ আজ মোড় নিয়েছে সেই সময় আর নেই তো
রঙিন সময় ধূসর হয়ে এখন অনেক ক্লান্ত
মন বলছে টনিক করে তোদের কাছে টানতে
ফুরিয়ে যাবার আগেই এবার আয় না হৃদয় প্রান্তে।
আয় না তোরা একসাথে আজ গাইবো চোখটা বুঁজে
সেই আসরের চাইতে দামি বিশ্বে পাবি খুঁজে?
পুঁজি জমাবো বাকি সময়ের জীবন চালানোর জন্য
তোদের ছাড়া বুকটা আমার লাগছে ভীষণ শূন্য।