ঈদ আজ ধরনীর পরে
মহিমান্বিত বোধ ভরে
আয়োজন ঘরে ঘরে,
আমি বেশ খুশি মনে
হাসি আনন্দের বানে
দোদুল ক্ষণে ক্ষণে।
শুভেচ্ছা বিনিময়,
সুগন্ধি ঘরময়
সাজানো আবাস
সুন্দর লেবাস,
রেধেঁছি আহার
আহামরি বাহার,
প্রিয়জন যখনি
ডাকল মামনি
হৃদস্পন্দন থেমে গেল,
হারানো বুলি ধ্বনিত হোল
দমকে সব কিছু এলোমেলো
বাবা, চাচারা সেই যে মিলালো
শূন্যতা তবু আজো না ফুরালো।