বন্ধু বলে ডাক পাঠালাম নেই তো কোনো সাড়া
বুদ্ধু বলে ডাকবো তবে ওরে হতচ্ছাড়া,
বইমেলাতে থাকি বসে নয়ন দুটি মেলে
পদ্য লেখে ডাকছি তোদের অনেক ছলে বলে,
তাওতো নেই সাড়া তোদের , মরছি আমি হেঁকে
বৃথাই করি এত আয়োজন, বৃথাই গেলাম লেখে,
অনুযোগ আর অভিযোগ করে কাব্য লিখছি বটে
এরপর আর কাব্য হবে না যাবো ভেংচি কেটে।
কদিন পরে নোবেল পাবো রবি ঠাকুরের মত
লাগলে নাহয় নোবেল টিমে টাকা ঢালবো শত
নোবেল না পাই অন্য কোনো কিনব পুরষ্কার
আড়ালে ওরা হাসলে হাসুক করুক তিরস্কার,
ছাইপাশ যা লিখি আমি, ফেলিস তোরা গিলে
নইলে আমি ভূত হয়ে দেব চমকে পিলে,
দেরি করিস না এখুনি আয়, কিনতে আমার বই
একটা কিনলে দশটা পাবি, কইরে তোরা কই।