ব্যস্ত আমি কাল ও ছিলাম
ব্যস্ত আমি আজ ও
তবু মনে খুশি ছিল
ছিল অনেক সাজ ও‌।
হাসি ছিল চোখে মুখে
উপচে পড়া মায়া সুখে
নাচতো কদমযুগল
ভুলে ব্যাথা সকল।
ক'দিন পরে বিলীন হবে
মেলা সকল সাঙ্গ হবে,
থামবে কুহু রব
সুদূরে হারাবে সব।
রৌদ্র যতই উঠুক তটে,
রইবে সবই মানসপটে,
আনবে স্মৃতি শীতল ছাওয়া
চলবে আমার বাদল নাওয়া।