রক্ত দিয়ে কিনেছিলাম আমার মায়ের ভাষা ,
রক্ত দিয়ে এনেছিলাম দেশের স্বাধীনতা,
গণতন্ত্র আনতে গিয়ে প্রাণ দিয়েছি তাজা,
কোটা সংস্কার চাইতে গেলেও পেলাম রক্ত সাজা।

বারুদ, রক্তে আর কতকাল কিনতে হবে সব,
আর কতকাল ঝরবে বলো আমার ছেলের শব?
আর কতদিন গোলাগুলিতে থামবে কলরব?
চড়া মূল্যে আর কতকাল  সাজবো কুশিলব?

দমন কেন হয় আমাদের কেবল পেশীতে,
এমন কেন হয়না বলো আমার দেশেতে,
ন্যায্য কিছু আদায় হবে ন্যায্য কথাতে?
বোধশক্তি গড়ে উঠুক সবার মনেতে।