কি কথা বলবে নিরেট পাথর,
দেখেছে সে এই পৃথিবী কঠোর,
একদিনে নয় তিলে তিলে জমছে,
নিরব থেকেছে যত, যতই সয়েছে,
ততই অকারণে পলে পলে শিলা জমেছে।
সাধ হলো তার ফুল ফোটাবার,
নেই সহজ উপায় ইচ্ছা মেটাবার,
অগ্নুৎপাতে তাই হলো বিদীর্ণ,
মিলে গেল, মিশে গেল হয়ে আকীর্ণ।
ইচ্ছে পূরণ, স্বপ্নপূরণ করলো তার জীবন
দামে কেনা, খাঁটি আর অমূল্য
এই ফুল উৎপাদন।