নতুন করে কাব্য এলো তোমায় দেখে ভোরে
নতুন সুধায় নতুন গান গাইলো কেউ সুরে
অপরিসীম সীমানা তার অপরিসীম সুখ
প্রভু তোমার রূপ রাজ্যে থাকে না আর দুখ,
এইতো তোমার জাদুর খেলা
চালাও বছর জুড়ে
পুরানো এসে গ্ৰাস করে না
থাকা যায় না দূরে।
রাতের বেলায় দেখা মিলল উজল বাঁকা রূপ
বাঁশি বাজছে চারিধারে, শুনতে থাকি চুপ
রাতের কালো ম্লান করে দেয় তারার সাথে মিলে
মনের আশ মিটিয়ে দেখি দুঃখ ব্যথা ভুলে,
প্রভু তুমি দিবা রাত্রি কত রূপ যে ছড়াও
বর্ণ, দিপ্তী, বাহার, দোহার অতুল কিছু দেখাও,
প্রভু তোমার কৃপায় পেলাম সাক্ষী হবার সুযোগ
ভুলে গেলাম মনের শত অসুখ নামের রোগ।