শশী, তারকা দূরের গগনে
সাজালো বাসর অতি যতনে
মেঘের ভেলায় হাওয়ার খেলায়
তুমি ও আমি ভাসি অজানায়
হারিয়ে যাওয়ার ইচ্ছা জাগে
বলাকার পথে রাগে অনুরাগে
মেঘ বুননে আলোর কণা
ভূষণ আমার করবে রচনা
সিঁথি সাজাবে চন্দ্র মল্লিকা
মুখর পাখি গাইবে গীতিকা,
সরষে ফুলের হলুদ রেণু
মাখিয়ে গালে বাজাবো বেনু
বকুল ফুলের সুবাস মেখে
কাজল মেঘে চোখ রেখে
সাজবো আমি হরিৎ সুখে
তোমার প্রেমে সাজবে এ মন
ফেলবে না পলক তোমার নয়ন।