ধরতে যদি পারতাম আমি ঐ গোধূলির রূপ
সারাটাক্ষণ থাকবো আমি ভীষণ রকম চুপ
ভাব বিনিময় হতো শুধু আলোক তরঙ্গে
কানায় কানায় পূর্ণ হতাম প্রিয় আমার বঙ্গে।
কোন জাদুতে ছড়াও তুমি এমন আলোর কেশ
দুঃখ, ব্যথা, রাগ, অভিমান নাকি প্রেমের রেশ
আঁধার তোমায় দেয় হারিয়ে একথা কি সত্যি?
গুনগুনিয়ে গান কেন গায় মৌমাছি একরত্তি?
মৌমাছিটা গান শুনিয়ে ভাঙলো তোমার লাজ?
প্রণয় খেলায় মেতে উঠতে তাই কি বধূর সাজ?
চমক দিয়ে মন রাঙিয়ে হানো প্রেমের বাজ?
হারজিত নয় লাজুক তুমি আঁধার ঘনার রাজ।