যতই লিখি ছন্দ দিয়ে ওদের রূপের কথা
যতই বোঝাই কাব্য করে ওদের রূপের সুধা
তৃপ্তি পাইনা প্রকাশ করে
এটাই আমার ব্যথা
এক জীবনে শেষ হবে না
ওদের রূপের গাথা।
ব্যস্ত ক্ষণে স্বস্তি হয়ে আঙিনা ভরে থাকে,
ভরিয়ে তোলে মন আঙিনা
নতুন রূপের বাঁকে,
অকৃপণ সে অঢেল ধারায়
অমৃত যায় ঢেলে
সীমাহীন তার ব্যপকতা
আর কি কোথাও মেলে?
এই পৃথিবীর প্রভু যিনি তারই অরূপ সৃষ্টি
তার মহিমা বুঝতে হলে
বাড়াও তোমার দৃষ্টি।