সিয়াম সাধনার মাস হলো শেষ
হৃদয়ে তবু রয়ে গেছে রেশ
প্রভু তোমার নিকট দোয়া করেছি পেশ
কবুল করো মালিক তুমি অনিঃশেস।
ইবাদতে আবেগের অভাব ছিল না কভু
ভুল ভ্রান্তি যা ছিল ক্ষমা করো প্রভু
বাড়িয়ে দিও তুমি সওয়াব বহু
সরিয়ে দিয়ো তুমি গুনাহের রাহু।
অন্তর্যামী মোর জানে মনের হাল
কৃপা করে কেটো না সুর লয় তাল
বিছিয়ে দিয়ো তুমি রহমের জাল
উড়িয়ে দিয়ো তুমি বিশ্বাসের পাল।
ঈদের খুশি তুমি এনে দিলে যদি
বয়ে যাক তবে সেই খুশির নদী
হাত তুলে দেখো প্রভু আমি আজ কাঁদি
জ্বালিয়ে রেখো প্রভু দয়ার বাতি।