ঘরের বাহির হয়েছে মন
তোলপাড় করে আততায়ী ক্ষণ
ঐ চাঁদ, জোছনা, মেঘ রহস্যে ঘেরা
এতদূরের এই আমি বুঝি তাদের ইশারা,
বার্তা পাঠায় আলোকবর্ষ দূরের তারা,
তরঙ্গ দৈর্ঘ্য তাদের অচেনা মায়ায় গড়া,
চললাম আমি সেই আবাহনে
অনন্ত অসীম সেই মহাশূন্যে।
রবির কিরণ যেই খরতাপে জ্বলে,
ক্ষণিকের কল্পনার মোম যায় যে গলে।
শুক্লপক্ষের চাঁদ এখন কৃষ্ণপক্ষে
তবুও কেমনে আবাহন জানায় বক্ষে,
যাবো যাবো যাবো করি চিৎকার
বাস্তব ভুলে করি মায়া জালের বিস্তার,
বিজ্ঞান নয় আবেগের সহযোগে
একদিন পাড়ি দিব ফোটনের বেগে,
সম্ভব অসম্ভবের চিন্তা ছুঁড়ে দিব মেঘে।