কেন আমারে উতলা করো,
ঘুম কেড়ে মোরে এমনে মারো,
রুজি রোজগারের পথটি কাড়ো।
হরতাল করে রুধিছি নিজেকে,
ডেকোনা মোরে জোছনার আলোকে‌।
নিয়নের আলো আমায় শুষেছে,
এসো না আমার কপট বসতে