কি কথা বলে ঐ ছায়া আলপনা
কংক্রিটের দেয়ালে,
কিসের হরষে তার এই খেয়ালি খেলা
কি নিগূঢ় ভাবনা আকুলি উঠে আমার মনে,
আমি অপারগ তাকে শব্দ বন্দি করতে।
প্রতিদিন বিস্ময় জাগে এই
অনন্য শৈলীর খেয়ালি হিল্লোল দেখে
মনে আশা, হয়তো কোনদিন
এই মোহমুগধতা আপন রূপে
লেখনী তে মোর
নিপুনা হয়ে উঠবে ফুটে।
শাখা প্রশাখা কি ছন্দে দোলে,
কোন তুলির আঁচড় কি পেরেছে
একে পরিপূর্ণ প্রকাশ করতে?
কি আবেশ জাগায় , এই ছায়া আলপনা
কি কুহেলিকা আছে তাকে ঘিরে,
জানিতে ব্যকুল আমি
ফিরি যোগী বেশে।