জীবন তরী ছুঁয়ে গেল আরো এক বসন্ত
ভুলে গেলাম ক্ষণিক তরে জীবন পড়ন্ত,
সীমান্ত রেখা অদূর এখন, সেথায় নতুন ঠিকানা,
তবু বসন্ত ভুলিয়ে দিল শেষ বেলার বেদনা,
অকারণে এখনো দোলে ধূসর এই মন
কচি কিশলয় জাগিয়ে তোলে সুপ্ত অনুরণ,
হাওয়ার সাথে তাল মিলিয়ে প্রকৃতি আজ সাজে
ধূসর চুলের খোঁপা সাজাই রঙিন ফুল গুঁজে।
আজ বসন্ত ছুঁয়ে গেল আবার জীবন তরী,
বসন্তকে দিব আমি যা করেছি ফেরি,
আবেগ দিয়ে মোড়া আমার জীবন রঙের ছবি,
বলতে তোমায় বসন্ত কালে হলাম আমি কবি,
ছুঁয়ে দিব সোনায় মোড়া সোনালী সব প্রহর,
গাঁদা ফুলের সোনার রঙে আছে হয়ে অমর,
লাল পলাশের ফাগুন আগুন বাড়বে আরো দ্বিগুন
পড়ন্ত আলোয় স্মরিয়ে দিব রবির সুরের গুণ।