ঘন কালো মেঘে সবুজ হারালো
ভয় নেই, তবু আছে তো আলো
এখনো নেই ভয় পথ হারানোর
স্মরণে রেখো অসীম দয়ালু কে মোর।
ক্ষণিকের তরে পথ যদি ভোলো
বিজলী চমকে খুঁজে পাবে ওলো,
আর নেই ইলাহ আল্লাহ ছাড়া
যপে যেয়ো মনে, হয়োনা দিশেহারা।
সবাই ভুলেছে, কপাট দিয়েছে,
রহমান যিনি আগলে রেখেছে
ভয় নেই, তাই ভয় নেই
কেটে যাবে সব ক্ষণিক পরেই,
সব কিছু হয় তার ইশারায়
ভালো সব তাতে, মন্দ হারায়।