মায়া যাচ্ছে বেড়ে
সময় যাচ্ছে ক্ষয়ে
উথাল নদী বুকে
চোখ ভিজে চকচকে।

বাদ যায়নি কেউ ধরাতে
মায়া পারেনি কভু ফেরাতে
তবু দিন দিন যাচ্ছে বেড়ে
আবেগ শত ধরছে ঘিরে।

জোছনা আলো, রাতের কালো,
তারার রূপ ঝলোমলো
ঝিরিঝিরি নদীর জল
ঝরঝর বৃষ্টি বাদল
দিনে দিনে বাড়াচ্ছে মায়া
ঘড়ির কাঁটা বলছে কেন ছাড়বে খেয়া।

ঘুঘু ডাকা দুপুর
সাদা বক আর পুকুর
সাঁঝের গাঙচিল
দোয়েল, টিয়া, কোকিল
কেন যে মায়ায় বাঁধে
উঠোনে বসে মন ভাবে আর কাঁদে
আটকে যাচ্ছি কেবল মায়ার ফাঁদে।

ভুবন ভোলানো মেয়ের হাসি
তার জন্য জীবন বাজি
সখার প্রেমের মিষ্টি মধুর
ক্ষণগুলি সব বাজায় ঘুঙুর,
প্রাণের কাছে আরো কতজন
মায়ায় বেঁধেছে সারাজীবন,
সকল কিছুই ঢেউ তোলে
ছোট্ট বুকে স্বপ্ন দোলে
এসব ছেড়ে পরপারে
যেত হবে আজ বা পরে
ভাবলে ভীষণ ঝড় উঠে
নৌকা ভিড়াই কোন সে তটে?

দোয়া কোরো তোমরা সবে
সুখ যেন পাই অন্য ভবে।