উথাল পাতাল উত্তর দক্ষিণ
পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, জমিন
সফেদ মিহি জোছনা চাদর
আজ আকাশে ছড়ায় আদর
হিম হেমন্তের সোনার মাঠে
দিগন্ত ছোঁয়া মোর দৃশ্যপটে
কোন মায়াজাল যাচ্ছে বুনে
জোছনা তাঁতি আজ হেমন্তে।
ডাহুক হঠাৎ ডাকলো শাখে
জোছনা কবি কাব্য লেখে
শিরায় আমার যাচ্ছে মিশে
এক অনিন্দ্য নেশা নিমেষে।